HTML TAG এর ব্যবহার


 <u>….</u> =আন্ডার লাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।


<b>…..</b>  = টেক্সটকে বোল্ড করার জন্য।


<em>….</em> =টেক্সটকে emphasized করার জন্য।


<i>…..</i> =কোনো টেক্সটকে italic করার জন্য ।


<small>…</small> =কোনো টেক্সটকে ছোট করার জন্য।


<big>…</big> =টেক্সটকে বড় করার জন্য ।


<blink>….</blink> =টেক্সটকে একবার প্রদর্শন করবে আবার করবেনা ।


<blockquote>… </blockquote> =বিশেষ উক্তি প্রকাশ করার জন্য ।


<strike>…. </strike> =টেক্সটের মাঝে কাটা দাগ দিতে ।


<del>….</del> =টেক্সটের মাঝে কাটা দাগ দিতে।


<strong>…</strong> =টেক্সটকে বোল্ড করার জন্য ।


<a>….</a> =এটি একটি এঙ্কর ট্যাগ যা লিঙ্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<img>…</img> =ছবি সংযুক্ত করতে ব্যবহার করা হয় ।


<abbr>…..</abbr> =সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<samp>….</samp> =কোনো বিষয়কে নমুনা হিসেবে দেখাতে ।


<code>….</code> =কোনো বিশেষ বাক্যকে Fixed-Width ফরমেটে লিখতে ব্যবহার করতে হয় <form>….</form> =যেকোনো ফর্ম তৈরি করার জন্য ।


<h1>…….</h1> . <h6>….</h6> =এটি দ্বারা শিরোনাম (Heading ) নির্দেশ করে । এটি h1 থেকে h6 পর্যন্ত রয়েছে ।


<table>…..</table> =টেবিল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় … Division   তৈরিতে  এই  ট্যাগ  ব্যবহার করা হয় ।


<row>….</row> =যেকোনো রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<col>…..</col> =যেকোনো কলাম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

 <tr>….</tr> টেবিলের  রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<td>….</td> =টেবিলের সেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<th>…..</th> =টেবিলের হেডিং বা শিরোনাম  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<hr/> =ভূমির সমান্তরাল রেখা  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<input>…..</input> =যেকোনো ধরনের ইনপুট ফিল্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<list>……</list> =লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<ol>…..</ol> =অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ।


<ul>….</ul> =আন অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়  । 


<sub>…..</sub> =কোনো টেক্সটকে একটু নিচে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় 


<sup>………</sup> =কোনো টেক্সটকে একটু উপরে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ……কোনো ওয়েব পেজকে ফ্রেমের মধ্যে রাখতে ব্যবহার করা হয় 


<p>……</p> =প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় 


<style>……</style> =ওয়েব পেজকে স্টাইল করতে ব্যবহার করা হয় 


<font>…..</font> =ফন্টের সাইজ ও  কালার নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় 


<br/>=লাইন ব্রেক করার ক্ষেত্রে ব্যবহার করা হয় 


<marquee>……</marquee> =চলমান লিখা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় 


<pre>…..</pre> =একপাশে কবিতার মত লাইন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়

Comments